বরিশাল প্রতিনিধি:
ঢাকা-বরিশাল নৌ রুটের সুরভী ৯ লঞ্চে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। গতকাল বুধবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যেগে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক মুরাদ আহম্মেদ, ফিরদাউস সোহাগ, এস এম জাকির হোসেন, অপূর্ব অপু প্রমূখ। বক্তারা বলেন, সুরভী ৯ লঞ্চে সাংবাদিকদের উপর ন্যাক্কার জনক হামলার মামলার প্রধান আসামী মিজানকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। মনে হচ্ছে পুলিশ টাকা খেয়ে আসামীকে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর টিকিট দিয়ে দিয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে বৃহৎ আন্দোলন করা হবে। মানববন্ধনে বরিশাল ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, বরিশাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সহ সাংবাদিকদের বেশ কয়েকটি সংগঠন অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, ৯ জানুয়ারি সকালে সুরভী ৯ লঞ্চে যাত্রীদের উপর লঞ্চ স্টাফদের হামলার ভিডিও ধারণ করতে গেলে চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন রুহুল আমিন ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন দেওয়ান মোহনের উপর হামলা ও মারধর করা হয়।