বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নিয়ম বহির্ভূত ইট ভাটার কার্যক্রম পরিচালনা ও বিষ প্রয়োগে মাছ শিকারের দায়ে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩টি ইট ভাটা ও এক মাছ শিকারী কে এ জরিমানা করা হয়। জরিমানা করা ইট ভাটা গুলো হল,গারুড়িয়া ইউনিয়নে সুরমা ব্রিকসকে ৩০ হাজার,কবাই ইউনিয়নে এম বি আর বি ব্রিকসকে ৩০ হাজার ও চরামদ্দি ইউনিয়নের এস এম বি ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কবাই ইউনিয়নের পান্ডব নদীতে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ মাছ শিকার করায় জাহিদ গাজী (২৫) নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো.ইজাজুল হক।