বরিশাল প্রতিনিধি:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল করেছে বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র অধিকার পরিষদ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছে সংগঠনটি। বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর বিএম কলেজ শহীদ মিনারে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এ মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ভিসি কর্তৃক হামলার প্রতিবাদ জানাই। আমরা শিক্ষার্থীদের পক্ষে আছি। ভিসির নির্দেশে যে সকল পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে দ্রুত তাদের বিচারের আওতায় আনা দাবি জানাই। বিএম কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী হাসান, বরিশাল মহানগর সভাপতি মাহফুজ রহমান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিমন হোসেন উপস্থিত ছিলেন। তারা শহীদ মিনার থেকে মোমবাতি হাতে মৌন মিছিল করে। মিছিলটি বিএম কলেজ ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারের এসে শেষ হয়।