বরিশাল প্রতিনিধি:
বরিশাল হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনীতে ছয়তলা বিশিষ্ট দুটি ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কাউনিয়া এলাকার জানুকি সিংহ রোড সংলগ্ন সেবক কলোনীতে এ বহুতল ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় বরিশাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ, প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ কাউন্সিলরবৃন্দ, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরিশাল সিটি করপোরেশনের বাস্তবায়নে মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে সেবক কলোনীতে এ ও সি নামে দুটি ভবন নির্মাণ করা হয়। ভবন দুটিতে মোট ৯২ টি ফ্ল্যাট ও কমিউনিটি সেন্টার রয়েছে। উদ্বোধন শেষে মেয়র লটারির মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মাঝে ৯২ টি ফ্ল্যাট হস্তান্তর করেন।