বরিশাল প্রতিনিধি:
বরিশালের হিজলায় ছাগলে ধানের বীজতলা খাওয়ায় দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্ততঃপক্ষে ১০ জন। বুধবার রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ কাঞ্চন রাঢ়ির মৃত্যু ঘটে। নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, বুধবার বেলা ১১টার দিকে হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের বিশর গ্রামে কাঞ্চন রাঢ়ির ছাগল পার্শ্ববর্তী সিরাজ তালুকদারের জমির ইরি ধানের বীজতলার গাছ খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে সিরাজ তালুকদার ছাগলটি ধরে মারধর করে। এই ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে কাঞ্চন রাঢ়িকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু ঘটে। স্বজনরা এর বিচার দাবী করেছেন। হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এই ঘটনায় এখন পর্যন্ত এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারে অভিযান এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।