পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ সুমন মৃধা (২৯), মামুন হাওলাদার (২৬) ও রফিকুল হাসান লিখন (৩০) নামে তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ২৩ নম্বর উত্তর পাতাকাটা সরকারি গ্রাখমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৩ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যাবসায়ী সুমন পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল মন্নান মৃধার ছেলে ও মামুন পৌরশহরের ৯নং ওয়ার্ড এলাকার বাদশা হাওলাদারের ছেলে। রফিকুল হাসান লিখন উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের সামাদ মৃধার ছেলে।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২৩ নম্বর উত্তর পাতাকাটা সরকারি গ্রাখমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় জনি নামে আরেক মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে।