গতকাল রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসনের সভাকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাকেরগঞ্জের চরামদ্দি ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন, দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান হানিফ তালুকদার, নিয়ামতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, বাবুগঞ্জের চাঁদপাশা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন এবং হিজলার ধুলখোলা ইউপি চেয়ারম্যান একেএম জসিম উদ্দিনকে শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যানদের আচরন বিধি মেনে জনকল্যানে আত্মনিয়োগ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।