শামীম আহমেদ ॥
বরিশালে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র ১’শ শিক্ষার্থীর মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি প্রদান করেছে। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে বৃত্তির ৫ হাজার টাকার সাথে পাঠ্যবই,ব্যাগ, শীতবস্ত্র এবং খাবার দেয়া হয়। আজ (২) ফেব্রয়ারী বুধবার বেলা ১১ টায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনের অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বর মো. জামাল উদ্দিন সভাপত্বি করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, নিরাপদ খাদ্য, স্বাস্থ্য সুবিধা দেয়া সরকারের একার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে বিদ্যানন্দ ফাউন্ডেশনের করোনাকালীন সময়ে এই সহায়তা প্রশংসার দাবী রাখে। যারা শিক্ষা বৃত্তি পেয়েছে তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা এই বৃত্তি পেয়ে নিজেরা পড়ালেখায় মনোযোগী হবে এবং সাবলম্বী হওয়ার চেষ্টা করবে। এই বৃত্তি পেয়ে অসহায় পরিবারের শিক্ষার্থীদের যথেষ্ট সহায়ক হবে বলে তারা মনে করেন। এখানে বরিশাল বিশ^বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীসহ ১৯টি প্রতিষ্ঠানের মোট ১’শ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।