বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বৃষ্টিতে বরিশাল-সিলেটের পয়েন্ট ভাগাভাগি

বৃষ্টিতে বরিশাল-সিলেটের পয়েন্ট ভাগাভাগি

খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়। বৃষ্টির বাগড়ায় মাঠেই নামতে পারলেন না দুই দলের ক্রিকেটাররা। বিকেল ৩টা ৫০ মিনিটে পরিত্যক্ত ঘোষণা করা হয় ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের ম্যাচ।

শুক্রবার বিপিএলে দিনের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল।

সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মিনিস্টার ঢাকার ম্যাচ। সেটি ঠিক সময়ে শুরু হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এখনো বৃষ্টি ঝরছে মিরপুরে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে শের-ই-বাংলা স্টেডিয়ামে বইছে তীব্র বাতাস।

পরিত্যক্ত ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়ে বরিশাল শীর্ষে উঠে গেছে। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ৯। এক জয় নিয়েও টেবিলের তলানিতেই থাকছে সিলেট। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech