গুলশানের বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে। তত্বাবধায়ক সরকার একটি রাজনৈতিক ব্যাপার। সেটি রাজনৈতিক ভাবে হলে হবে, সেটি অন্য ব্যাপার। আমাদের অবশ্যই এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। দেশে বহু যোগ্য লোক আছেন। তাদের খুঁজে বের করেই একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। যারা সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন।
তিনি আরও বলেন, আমার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলা ঠিক হবে না। আমি যখন যে কাজ করেছি, বিবেকের কাছে পরিষ্কার থেকে, নিরপেক্ষতার সঙ্গে করেছি। কখনো কোনো কিছুতে পক্ষপাতদুষ্ট ছিলাম না।
নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। এই তালিকায় রাষ্ট্রপতি মনোনীত দুইজন হলেন অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও সাবেক নির্বাচন কমিশনার ছহুল হুসাইন।