শামীম আহমেদ ॥
বরিশাল নগরীর রূপাতলীতে রেডিও সেন্টারে পিছনে পরিত্যক্ত টয়লেটের উপর থেকে শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (৫) জানুয়ারী শনিবার সকালে এই মৃতদেহ উদ্ধা করা হয়। হত্যাকান্ডের শিকার ওই শিশুটি রূপাতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন (৯)।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, শনিবার সকাল নয়টায় খবর পেয়ে দেখতে পান রেডিও সেন্টারের পিছনে পরিত্যক্ত টয়লেটের উপর শিশুটির গলাকাটা মৃতদেহ পড়ে আছে। রাতের আধারে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত যানা যাবে বলে জানান তিনি।