বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের করোনা শনাক্ত,শনাক্তের হার ৩৯.৬৮ শতাংশ

বরিশালে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের করোনা শনাক্ত,শনাক্তের হার ৩৯.৬৮ শতাংশ

বরিশাল প্রতিনিধি :
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬৮ শতাংশ। কিন্তু কেউ মারা যায়নি,তবে সুস্থ হয়েছেন ২৬৭ জন।
মঙ্গলবার,০৮ ফেব্রুয়ারি বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১০৩ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬০৫ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮২৭ জন। মোট মারা গেছেন ২৩২ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ২৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৬৮ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৫০ জন।

ভোলায় নতুন ৩১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৩৬ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৪ জন।

পিরোজপুরে নতুন ৩১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৬৯ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৩২৪ জন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech