বরিশাল প্রতিনিধি:
করোনা ভাইরাস এবং অমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে বরিশালের যানবাহনগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী, মঙ্গলবার দুপুরে নগরীর প্রবেশদ্বারের কালিজিরা পয়েন্টে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় মঠবাড়িয়া থেকে বরিশালগামী দিগন্ত নামক একটি বাস সহ অপর ৩টি যানবাহনে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা আদায় করা হয়।
এছাড়াও দিগন্ত বাস এর চালকের লাইসেন্স নবায়ন না থাকায় তাকেও জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, অভিযানে আইন অমান্যকারীদের জরিমানার পাশাপাশি জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলা হচ্ছে। অভিযানে বিআরটিএ’র ইন্সপেক্টর মো. জাফর, ভ্রাম্যমান আদালতের পেশকার আর.এম জসিম উদ্দিন, পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, করোনা ভাইরাস এবং অমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিনই পৃথক পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।