শামীম আহমেদ ॥
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় ন্যায় জাতীয়করণ,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করা,স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতি স্থগিতাদেশ প্রত্যহার করা সহ ৮ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর বরিশাল সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুনসুর আলির মাধ্যমে স্বারকলিপি প্রদান করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট বরিশাল জেলা কমিটি।
আজ বুধবার (৯ই) জানুয়ারী সকাল ১১টায় বরিশাল সিএন্ডবি রোড়স্থ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান তার দাপ্তরিক কাজে বাহিরে থাকায় এবং নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা স্বারকলিপি গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের বরিশাল জেলা আহবায়ক মাওঃ মোঃ বসিরুল্লাহ আতহারী,মাওলানা মোঃ মোসাদ্দেক বিল্লাহ সাঈফী,মাওলানা মোঃ রফিকুল ইসলাম,মাওঃ মোঃ সিরাজুল ইসলাম,মুহাঃ ইমাম হোসাইন,মাওলানা মশিউর রহমান,মাওঃ মোঃ মিরাজুল ইসলাম,মাওঃ মোঃএনামুল হক,মাওঃ মোঃ সিরাজুল ইসলাম,মাওঃ মোঃ মাসুদুর রহমান,মাওঃ মোঃ আঃ হলিম প্রমুখ। এরপূর্বে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য সদর উপজেলা চত্বরে এক মানবন্ধন কর্মসূচি পালন করেন।