বরিশাল প্রতিনিধি :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবের রিপোর্টে করোনা শনাক্তের হার ৪৩ দশমিক ৪৭ ভাগ। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এবং আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।
মেডিকেলের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বুধবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৪ জন রোগী। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় কোনো রোগীর মৃত্যু হয়নি। এদিকে মেডিকেলের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ১ হাজার ৪শ’ ৬০ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩১ জনের করোনা ছিলো পজেটিভ। এদিকে গত ২৪ ঘন্টায় নানা উপসর্গ নিয়ে ৯ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ১০ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। নতুন ভর্তি হওয়া ৯ জনের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ রয়েছে।
বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৩ জন রোগী। যার মধ্যে করোনা পজেটিভ রয়েছে ১৯ জন রোগী। এ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৭ হাজার ৫শ’ ৬৭ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪শ’ ২০ জনের। এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে।
গত মঙ্গলবার রাতে আরটি পিসিআর ল্যাবে ১শ’ ৬১ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা পজেটিভ হয়েছে। গত সোমবার রাতে আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজেটিভ হয়েছে। গত রবিবার রাতে আরটি পিসিআর ল্যাবে ১শ’ ৪৯ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা পজেটিভ হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯ ভাগ। এর আগে শনিবার শনাক্তের হার ছিলো ৩৪ দশমিক ০৪ ভাগ, শুক্রবার ৪৭ দশমিক ৫৯ ভাগ, বৃহস্পতিবার ৪০ ভাগ। চলতি মৌসুমে বরিশালে গত ১৫ জানুয়ারী সর্বনিম্ন ৫ দশমিক ৪ ভাগ করোনা শনাক্ত হয়।