জানা গেছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে এবার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন।
ওমিক্রনের ঝুঁকির কারণে এবারও অনলাইনে হবে ফল প্রকাশ। তাই শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয়ে শিক্ষার্থীদের নিজেদের ঝুঁকির মুখে না ফেলার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল ফেব্রুয়ারি মাসের ১২ থেকে ১৪ তারিখের প্রকাশ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এসময়ের মধ্যে ফলাফল প্রকাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
করোনার কারণে গত ডিসেম্বরে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস না হওয়ায় এবার সংক্ষিপ্ত সিলেবাসে বিভাগভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে ছয়টি পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩০শে ডিসেম্বর শেষ হয় পরীক্ষা কার্যক্রম। মোট ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন পরীক্ষায়।
চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।