বরিশাল প্রতিনিধি :
বরিশাল সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ড রূপাতলী গ্যাসটারবাইন এলাকার পাটনি বাড়ি রোডে এক লোক বৃদ্ধ মা (সাবিত্রি কর্মকার) কে রেখে উধাও হয়ে যান। পরে সাবিত্রি কর্মকার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার ব্যবস্থা করেন রবিউল ইসলাম। সেই থেকে আশ্রয়দাতা রবিউল ইসলাম এর কাছে আছেন।
১০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তাকে দেখতে ২৫ নং ওয়ার্ড রূপাতলী গ্যাসটারবাইন এলাকায় রবিউল ইসলামের বাড়িতে যান জেলা প্রশাসক বরিশাল। এসময় তিনি সাবিত্রি কর্মকার এর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং তার চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। এসময় জেলা প্রশাসক বলেন, অসহায় সাবিত্রি কর্মকারকে মায়ের মতো সেবাযত্ন করায় জেলা প্রশাসন থেকে রবিউল ইসলামকে পুরস্কৃত করব। তাকে সম্মানিত করব। কারণ আমাদের সমাজে এমন অজস্র রবিউল ইসলামের প্রয়োজন আছে। যে সব সন্তান মাকে রাস্তায় ফেলে গেছে, তাদের বিপরীতে রবিউল ইসলাম হচ্ছেন মানবিকতার উদাহরণ।
পাশাপাশি সাবিত্রি কর্মকার কে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে।