স্টাফ রিপোর্টার: বরিশার নগরীর বিআইপি গেট থেকে গত ৫ ফেব্রুয়ারী বিকেলে বাসা থেকে নিরূদ্দেশ হয় দুই কিশোরী। তাদের নাম সাদিয়া শ্রাবন্তী (১৭) ও সুমাইয়া আক্তার (১৩)। এরপর শ্রাবন্তীর বাবা বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং ৩৮৪। পুলিশ প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান কিছুটা সনাক্ত করলেও এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। দিশেহারা বাবা মা হন্যে হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারী কিছু না বলেই বিকেলে তারা বাসা থেকে কোথাও চলে যান। কেউ কিডনাপ করেছে নাকি সেচ্ছায় গিয়েছে অথবা তাদের ভাগ্যে কি ঘটেছে তাও জানা যায়নি। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই রিয়াজ বলেন, আমরা জিডির বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। উদ্র্ধতন কর্মকর্তার অবগত আছেন। আমরা দুই কিশোরীকে উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করছি।