গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের নতুন মডেল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি আমরা। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ছোয়া গ্রাম বাংলায় পর্যন্ত পৌছে গেছে। শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে গ্রাম-গঞ্জে বইছে শহরের বাতাস।
গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের পোদ্দার বাড়িতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দুস্থ্য ও অসহায় এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে ভালো মানের এক হাজার পিচ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বে-সরকারি উন্নয়ন “সংস্থা নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন” এর চেয়ারম্যান বিলকিস আক্তার, স্থানীয় আওয়ামী লীগ নেতা অখিল চন্দ দাস, বিল্টু রঞ্জন সাহা প্রমুখ।
শীতবস্ত্র কম্বল নিতে আসা ওই ইউনিয়নের নানা ধর্ম, বর্ন ও গোত্রের এ হাজার দরিদ্র অসহায় নারী-পুরুষের উদ্দেশ্যে তিনি আরো বলেন, দেশ ও সরকার নিয়ে দেশের ভেতরে এবং বাইরে গভীর ষড়যন্ত্র চলছে। একাত্তরের মত নতুন এক যুদ্ধে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।