খবর বিজ্ঞপ্তি। বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার ক্রিড়াবান্ধব সরকার। এই সরকার ধারাবাহিক ভাবে সরকার গঠন করায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গানেও ব্যাপক উন্নয়ন হয়েছে।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে স্টেডিয়াম নির্মাণ, উন্নত খেলাধুলা সামগ্রী বিতরণ সহ খেলাধুলার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা থাকলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূল হয়ে যাবে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই।
শুক্রবার রাতে উজিরপুর উপজেলার হারতা বাজারের দক্ষিণপাড় এলাকায় আয়োজিত হারতা প্রিমিয়ার লীগ ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হারতা প্রিমিয়ার লীগ ক্রিকেট টূর্নামেন্ট কমিটির আহ্বায়ক কমল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসকে বল্লভ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, বরিশাল জজ কোর্টে এডিশনাল জিপি এ্যাড বিপুল চন্দ্র রায়,হারতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল মল্লিক, ওটরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ খালেক রাঢ়ী,বরাকোটা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সহিদুল ইসলাম মৃধা, শিকারপুর ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন, সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার , হারতা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও উজিরপুর উপজেলা বঙ্গবন্ধু জোটের সাধারণ সম্পাদক মিন্টু লাল মজুমদারসহ উজিরপুর উপজেলা ও হারতা ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা।
হারতা প্রিমিয়ার লীগ ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলায় হারতা স্কুলধার একাদশ বনাম হারতা বাজার একাদশ অংশগ্রহণ করে। খেলে শেষে প্রধান অতিথি তালুকদার মো ইউনুস অন্যান্য অতিথিদের নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।