বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:

অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বাংলা একাডেমির পরিচালক ও মেলা আয়োজক কমিটির সদস্যা সচিব ড. জালাল আহমেদ জানান, করোনাভাইরাসের সংক্রমণের কারণে মাস্ক ছাড়া কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।

বই মেলায় প্রবেশের জন্য মানতে হবে কিছু নির্দেশনা। করোনা পরিস্থিতির জন্য মেলায় স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের বসার ব্যবস্থা থাকবে। এছাড়াও সর্বোচ্চ ১০০ জনকে নিয়ে অনুষ্ঠান করার নির্দেশনা মানতে হবে। একই সাথে প্রত্যেককে স্যানিটাইজড হয়ে মেলায় প্রবেশ করতে হবে। শরীরের তাপমাত্রা মাপা হবে। যারা এসব বিষয়ে উত্তীর্ণ হবেন না, তাদের প্রবেশ করতে দেয়া হবে না। যারা টিকার একটি ডোজ নেননি—এমন কেউ মেলায় দায়িত্ব পালন করতে পারবেন না।

এবার মেলায় মোট ৫৩৪টি প্রতিষ্ঠানকে ৭৭৬ ইউনিট স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১০২টি প্রতিষ্ঠানের জন্য রয়েছে ১৪২টি স্টল। সোহরাওয়ার্দী উদ্যানে ৪৩২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৬৩৪টি স্টল। প্যাভিলিয়ন রয়েছে ৩৫টি। উদ্যান অংশে পুরো মেলায় প্যাভিলিয়নগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।

অমর একুশে গ্রন্থমেলার ৩৮তম আসর শুরু হচ্ছে আজ। চলবে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গাজুড়ে ব্যবস্থা করা হয়েছে এ মেলার। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সাধারণ দিনগুলোতে মেলা চলবে। তবে, বন্ধের দিন চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech