গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আধুনা গ্রামের ইউপি সদস্য মোঃ হারুন আকন ও তার পুত্র মোঃ আমানুল আকন অতর্কিতভাবে হামলা চালিয়ে জলিল মোল্লাকে মারাত্মক ভাবে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জলিল মোল্লা অভিযোগ করে বলেন, সোমবার নিত্যদীনের কর্মজীবন শেষে সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে ৫০ পঞ্চাশ হাজার টাকা জমি বন্ধক রাখা রাখা ফেরত দিয়ে মোঃ আবু কালামের কাছ জমি ফেরত আনতে রওয়ানা হই। সেনের হাট বাজারে যাওয়ার পথে গৌতম দাসের দোকানের সামনে পৌছলে শরিকল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আধুনা গ্রামের ইউপি সদস্য মোঃ হারুন আকন ও তার পুত্র মোঃ আমানুল আকন লাঠি সোটা ও ধারাল অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এবং ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। অভিযোগের ব্যপারে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মোঃ হারুন আকন বলেন, হামলার ঘটনার সঙ্গে আমার ও পুত্রের কোন সম্পৃক্ততা নাই। এ প্রসঙ্গে জানতে চাইলে গৌরনদী মডেল থানার অফিসার ইনর্চাস মোঃ আফজাল হোসের বলেন, হামলার ঘটনায় জলিল মোল্লা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।