বরিশাল প্রতিনিধি:
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের কমিটি গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ার এক বছর পর এই কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার গঠিত কমিটিতে গোলাম মাসরেক বাবলুকে সভাপতি ও কিশোর কুমার দেকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ সভাপতি পদে রয়েছেন ইউনুস আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার ও সাংগঠনিক সম্পাদক জগলুল ফারুক হাওলাদার, দপ্তর সম্পাদক অমল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ আবুল হোসেন খান, সদস্যা রেজাউল ইসলাম শাহিন, রেজা আল এনামুল হক শামীম, শাহ আলম পান্না, কামাল হোসেন, মামুন খান, মোফাজ্জেল হোসেন, রইজ আহম্মেদ মান্না ও এ কে এম মনিরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, ‘২০১৯ সালের কমিটি ২০২১ সালে মেয়াদোত্তীর্ন হয়। এরপর করোনার কারণে কমিটি গঠন করা সম্ভব হয়নি। এবার আবার কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে কমিটির ও গুরুত্বপূর্ণ কাগজ পাঠানো হয়েছে।’ ২০১৯ সালে আফতাব আহম্মেদকে সভাপতি ও গোলাম মাসরেক বাবলুকে সভাপতি করে কমিটি গঠন হয়েছিল জেলা বাস মালিক গ্রুপের। এর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বে আফতাব পদত্যাগ করেন।