বরিশাল প্রতিনিধি:
নানা বাড়ি বেড়াতে এসে রহস্যজনকভাবে বাড়ির পুকুরে ডুবে রুকাইয়া নামের ৪৫দিন বয়সের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা উমেদআলী গ্রামে। খবরপেয়ে রাতেই নিহত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ওই গ্রামের মৃত আব্দুল হালিম আকনের বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে পাশ্ববর্তী কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেন মেলকারের শিশু কন্যা রুকাইয়া। বুধবার বিকেলে ঘর থেকে শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুর থেকে শিশু কন্যা রুকাইয়ার লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহত শিশুর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি উল্লেখ করেন।