শামীম আহমেদ ॥ বিভিন্ন ব্যান্ডের বিদেশী মদ, চোলাই মদ ও মদ তৈরির উপকরনসহ এক নারী বিক্রেতাকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তারা।
গোপন সংবাদের ভিত্তিতে কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে ওই গ্রামের শৈলেন মালাকারের বসত ঘরে অভিযান পরিচালনা করা হয়। এসময় বসত ঘর তল্লাশী চালিয়ে বিভিন্ন ব্যান্ডের ৮০ বোতল বিদেশী মদ, ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির চারশ’ লিটার উপকরনসহ গৃহকত্রী মালা মালাকারকে (৩৫) আটক করা হয়। একইদিন সকালে গৈলা গ্রামের আব্দুর রহমান মৃধার বসত ঘরে তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।