বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্সের উদ্বোধন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্সের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত সার্জেন্ট কিবরিয়া পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১২টার দিকে বরিশাল বিশ^বিদ্যালয় সংলগ্ন হিরন পয়েন্টে নিহত সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল স্মরনে পুলিশ বক্সের উদ্বোধন করেন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান। এসময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এনামুল হক, মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) মো. নজরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) শেখ মো. সেলিম, সার্জেন্ট কিবরিয়ার পিতা-মাতা, স্ত্রী ও শিশুপুত্র সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ঃ ২০১৯ সালের ১৫ জুলাই বরিশাল বিশ^বিদ্যালয়ের সামনে সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেল ডিউটিরত অবস্থায় একটি ট্রাককে থামাতে সিগনাল দেন। এসময় ট্রাক চালক ট্রাকটি না থামিয়ে সার্জেন্ট কিবরিয়াকে চাপা দেয়। পরদিন ১৬ জুলাই ঢাকায় চিকিৎসারত অবস্থায় সার্জেন্ট কিবরিয়া মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech