বরিশাল নগরীতে আগুনে পুড়ে ব্যবাসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। সোমবার সকাল ৬ঃ২০ টার দিকে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষণা প্রধান সড়কের একতা লেনে অবস্থিত জোবায়ের হোসেন সুরুজের মালিকানাধীন মুজাহিদ ফার্নিচারে এ ঘটনা ঘটে। এসময় কারখানার পাশে থাকা সালামের দ্বিতল বাড়ির একাংশ পুডে যায়। এতে প্রায় অনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী ব্যাবসায়ী ও ভবন মালিকের।
অগ্নিকান্ডের খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় ২৪নং ওয়ার্ড কাউন্সিল শরীফ মোঃ অনিছুর রহমান। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করার কথা জানান কাউন্সিল।
স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিদিনে মতো স্থানীয় সলামের সকাল ৬ঃ৩০ টার দিকে ঘুম থেকে উঠে, হটাৎ জানালা দিয়ে দেখতে পান, মুজাহিদ ফার্নিচারে মধ্যে অাগুন জ্বলতেছে অার চারপাশ দিয়ে প্রচুর ধোয়া বের হচ্ছে। আগুন লাগার দৃশ্য দেখে স্থানীয়দের ডাক চিৎকার দেয়। স্থানীয়রা এসে আগুন দেখে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কর্মীরা প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে থাকা তৈরিকৃত সকল ফার্নিচার এবং ফার্নিচার তৈরির কাঠ ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ মুজাহিদ ফার্নিচারের মালিক সুরুজ জানান, ব্যবসা প্রতিষ্ঠানে থাকা তৈরিকৃত সকল ফার্নিচার এবং ফার্নিচার তৈরির কাঠ ও যন্ত্রপাতিসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতি হয়েছে।
এছাড়াও বাড়ির মালিক স্বাধীন নিবাসের সালাম মিয়া বলেন অাগুনের তাপে আমার বাড়ির একাংশের থাই গ্লাস, দেওয়াল, সিসি ক্যামেরা পুরে নস্ট হয়ে গেছে।এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে জানা যায়, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।