বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

এগারো পেরিয়ে বার’তে বরিশাল বিশ্ববিদ্যালয়

এগারো পেরিয়ে বার’তে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল প্রতিনিধি:
এগারো বছর পেরিয়ে বার বছরে পদার্পন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। করোনা সংক্রামনের আশংকায় সিমীত পরিসরে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বরিশাল বিশ্বববিদ্যালয় পরিবার। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ^বিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ডীন প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক ড. মো. আবদুল বাতেন চৌধুরী, প্রক্টর ড. মো. খোরশেদ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। প্রতি বছর নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হলেও করোনার কারণে এ বছর সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়। তারপরও প্রত্যাশা ও প্রাপ্তিতে সন্তুস্ট শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মান সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিনত করার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি করা হয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারী বরিশাল সদর উপজেলার কর্নকাঠীতে কীর্তনখোলা নদী তীরের ৫০ একর জমির উপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়। ২০১২ সালের ২৪ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে প্রায় ৯ হাজার শিক্ষার্থী রয়েছে। এছাড়া ১৯০ জন শিক্ষক, ১০৫ জন কর্মকর্তা এবং ১৫৬ জন কর্মচারী রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech