ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে বরিশালে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার ব্যানারে রবিবার সন্ধ্যার পর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি মশাল মিছিল বের হয়। মশাল মিছিলটি সদর রোড হয়ে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সুজয় শুভ’র সভাপত্বিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য মো. হুজাইফা, রাকিব মামুদ ও ববি শাখার সাধারণ সম্পাদক আলিশা মোনতাজ প্রমুখ।