গৌরনদী প্রতিনিধি:
গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি, দৈনিক আজকের পত্রিকার গৌরনদী প্রতিনিধি খায়রুল ইসলাম ও বাবা গৌরনদী বাসষ্টান্ডের প্রবীন ব্যবসায়ী আব্দুল ওহাব হাওলাদার (১০৩) কুলখানি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মরহুমমের বাড়ি অনণ্যা ভবনে ও গৌরনদী বাসষ্টান্ড জামে মসজিদ, গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, কবির খান বাড়ির জামে মসজিদ, অহিদুল খানের জামে মসজিদ, রুহুল আমিন হাজির জামে মসজিদ, শাওড়া হালিম খানের বাড়ি জামে মসজিদ, উত্তর বিজয়পুর জামে মসজিদ, দক্ষিন বিজয়পুর শাহ সুফী আহমাদুল্লাহ সাহেবের বাড়ি জামে মসজিদ, শরীফ বাড়ি জামে মসজিদ, দক্ষিন বিজয়পুর পূর্ব পাড়া জামে মসজিদ ও আল আমিন এতিমখানা জামে মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
কুলখানি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বরিশাল জেলা উত্তর বিএনপির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোসলেম উদ্দিন সিকদার, পটুয়াখালি সরকারি কলেজের প্রফেসর নুর মহাম্মদ, সরকারি গৌরনদী কলেজের উপধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, গাউসিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব, গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহম্মেদ হীরা, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি টি এম. আলতাফ হোসেন, গৌরনদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক এস.এম. মিজান, সাবেক সভাপতি পলাশ তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক শামীম মীর, দপ্তর সম্পাদক কে. এম. সোয়েব জুয়েল, প্রচার সম্পাদক রাজীব হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাসান মাহমুদ, বাসষ্টান্ড জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ ইসমাইল, সরকারি গৌরনদী কলেজ মসজিদের ইমাস মাওলানা মোঃ মহিউদ্দিন, সুফী সাহেবের বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ আবুল কালাম, শরফ বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আল আমিন, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি শরীফ স্বপন, সাধারন সম্পাদক জামাল হাওলাদার,বন্ধুসভার সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম।