গৌরনদী (বরিশাল) সংবাদ দাতা:
গৌরনদীতে জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে শহীদ শুকান্তবাবু হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স লিঃ বরিশাল বিভাগ এর ম্যানেজার এইচ.এম মনিরুজ্জামান চুন্নু, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল, গৌরনদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দীপ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিব-সহ প্রমুখ।