বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেওয়ায় প্রতিবছর এ দিবসটি পালিত হয়-এমপি শাওন 

বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেওয়ায় প্রতিবছর এ দিবসটি পালিত হয়-এমপি শাওন 

লালমোহন( ভোলা) প্রতিনিধি:
বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ শ্লোগানকে সামনে রেখে লালমোহনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। লালমোহন উপজেলার সকল বীমা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায়  লালমোহন চৌরাস্তার মোড়ে
র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন,
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্বরণীয় রাখতে ২০২০  সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।তার ধারাবাহিকতায় প্রতিবছর ১ মার্চ এ দিবসটি পালিত হয়।
এসময়  উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলায় কর্মরত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,জীবনবীমা কর্পোরেশন, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, যমুনা লাইফ ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন।
পড়ে  মঙ্গলবার দুপুর ২টায় লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু লালমোহন প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শাওন বলেন, তরুন প্রজন্মকে অপরাধ প্রবনতা থেকে দুরে থাকতে হলে নিয়মিত বিভিন্ন ইভেন্টের খেলাধুলার আয়োজন করা উচিত। সুস্থ জীবনযাপন করতে হলে খেলাধুলায় মন বসাতে হবে।
খেলাধুলা মানুষের শরীর ও মন ভালো থাকে।
লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল,লালমোহন জাতীয়  শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েত,  সাবেক পৌরসভা জাতীয়  শ্রমিকলীগের সভাপতি আনিচল মিয়া,
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীব, সাধারণ সম্পাদক হাসান হাওলাদার, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল সিকদার প্রমূখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech