বরিশালের গৌরনদী উপজেলায় একটি বাড়িতে খালি গায়ে প্রবেশ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে একজন মহিলাকে কুপিয়ে স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
গতকাল শুক্রবার ভোর ৩ টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে রামসিদ্দি গ্রামে মোঃ রোকন তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক মোঃ রোকন তালুকদার এর স্ত্রী বলেন, আমার দেবর মোঃ রহমান তালুকদার ঘরের সামনের বারান্দায় ঘুমানো ছিলো, আমি ও আমার শাশুরীকে নিয়ে ঘরে ঘুমানো ছিলাম। শুক্রবার ভোর রাতে আমার শাশুরী প্রকিতির ডাকে সারা দিলে ঘরের দরজা খোলা রেখে বাহিরে যায়। সে সময় ঘরের ভেতরে ৪/৫ জন লোক ঢুকে পড়ে। তারা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এক পর্যায়ে আমার শাশুরী চিৎকার করলে তার হাতে ধারালো চানিজ কুঠাল দিয়ে কোপ দিলে তার হাতের কবজি কেটে রক্ত বের হতে দেখে আমরা ভয়ে চুপ করে থাকি। এ সময় ডাকাতরা নগদ প্রায় ত্রিশ হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণ লুট করে চলে যায়। পরে ডাক চিৎকার করলে আশ পাশের বাড়ির লোকজন এসে আমাদের উদ্ধার করে। পরে আমার শাশুড়ী কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, সকালে খবর পেলে আমাদের একটা মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শনে পাঠাই। ভুক্তভোগীদের কাছে জানতে পারি, দুর্বৃত্তরা প্রায় সবার হাতেই ধাঁরালো অস্ত্র ছিল। তারা সংখ্যায় ৪/৫ জনের মতো ছিলো বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ঊর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তীতে এ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেবেন।