নিজস্ব প্রতিবেদক:
উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মোঃ জুয়েল (২৫)। গুঠিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার আবুল কালাম মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, শুক্রবার সকালে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ঠে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। যুবকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।