গৌরনদী (বরিশাল) সংবাদ দাতাঃ
বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল শনিবার দুপুর এক টায় ট্রাকের চাপায় মোঃ বিক্রম বেপারী (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মোঃ বিক্রম বেপারীর গ্রমের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা গ্রামে। তার পিতার নাম কালাম বেপারী। তিনি গৌরনদী বাসস্ট্যান্ডে জামালেরর মোটরসাইকেলের গ্রেজে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১ টায় গৌরনদী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল চালিয়ে আশোকাঠী যাচ্ছিলেন নিহত মোঃ বিক্রম বেপারী। এসময় গৌরনদী বাসস্ট্যান্ড এর দক্ষিন মাথায় পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি স্থানিয় জনগন আটক করে চালক পালিয়ে গেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বিলাল হোসেন বি.পি.এম জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে চালক পলাতক। ময়নাতদন্তের জন্য নিহত মোঃ বিক্রম বেপারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।