খবর বিজ্ঞপ্তি:
উজিরপুরের শোলক ইউনিয়নে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ধামুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলায় চ্যাম্পিয়ন কাংশী ওয়ারিয়র্স এবং রার্নাসআপ
ইলেভেন স্টার দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
প্রধান অতিথির বক্তব্যে তালুকদার মোঃ ইউনুস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্রিড়াবান্ধব সরকার। আওয়ামী লীগ সরকার বার বার ধারাবাহিকভাবে ক্ষমতায় আসার কারণেই খেলাধুলা মানোন্নয়ন হচ্ছে । স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে খেলাধুলা করে বিশ্বের কাছে বাংলাদেশ কে তুলে ধরছেন খেলোয়াড়রা।
শোলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডাক্তার সরদার আব্দুল হালিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য সুখেন্দু শেখর বদ্য প্রমূখ। এসময় বরাকোটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সহিদুল ইসলাম সহিদ, উজিরপুর থানার ওসি( তদন্ত) মোঃ মমিন উদ্দিন খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমিকরা উপস্থিত ছিলেন।