শামীম আহমেদ ॥
কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান বলেছেন, এই মাফিয়া সরকারকে হটাতে পারলেই দেশের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে চলে আসবে বর্তমান ডাকাত-মাফিয়া সরকারের কাছে কোন কথা বলে লাভ নেই।
১২ হাজার কোটি টাকার স্যাটেলাইট আকাশে উড়িয়ে দেশের মানুষকে না খাইয়ে মারবে এটাও শেখ মজিবর রহমান স্বপ্ন দেখেছিলেন কিন্ত সেকথা তারা কোথাও বলে না। আজ দেশে কোন গণতন্ত্র নেই নেই কোন মৌলিক অধিকার সহ দেশের স্বার্বভৌমত্ব।
মামুন হাসান আরো বলেন,আজ দেশের পুলিশ প্রশাসন দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল বাংলাদেশি আরেকটি দল হচ্ছে সিকিম পন্থি।
এই সিকিম পন্থি প্রশাসনকে চিহ্নিত করে রাখেন তাদের খুজে খুজে বেড় করে এনে এদেশে বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ।
তিনি আরো পুলিশ প্রশাসনকে উর্দেশ্য করেন বলেন আপনারা কথায় কথা বিনা কারনে আমাদের মিছিল-মিটং সমাবেশে বাধা প্রদান করে থাকেন।
আমরাতো আপনারা ঘুষ দূর্নীতি করেন তার বিরুদ্ধে কথা বলি না। আমরা সরকারের অত্যাচারের বিরুদ্ধে কথা বলি সেখানেও আপনারা বাধা প্রদান করেন অনেক মামলা-হামলা,খুন,গুম করেছেন আর বেশি এগিয়ে যাবার চেষ্টা করবেন না।
তাই মাফিয়া সরকারকে হটাতে সকলকে এক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহবান জানান। আজ বৃহস্পতিবার (১০) মার্চ সকাল ১১টা নগরীর প্রাণকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউনহল সংলগ্ম নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ের সামনে যুবদল বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বজ্রেকন্ঠে বলেন।
কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও বরিশাল মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে ও বরিশাল মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহানের সঞ্চলনায় বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আহম্মেদ মিলন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সহ-সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লিটন,সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন,পিরোজপুর সভাপতি মিজানুর রহমান শাহিন,বরিশাল জেলা ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান,বরগুনা জেলা সভাপতি জাহিদ হোসেন মোল্লা,ভোলা জেলা সভাপতি জামাল উদ্দিন লিটন,ঝালকাঠী জেলা আহবায়ক শামীম তালুকদার,বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু,সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ,পিরোজপুর জেলা সম্পাদক শহিদুল ইসলাম,বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক এ্যাড হাফিজ আহমেদ বাবলু,মহানগর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ।
এখানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ,বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু, সদসম্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল, বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ।
এর পূর্বে বরিশাল বিভাগীয় যুবদলের সমাবেশ সফল করার লাক্ষে সকাল থেকে বিভাগের ৬ জেলা সহ বরিশাল জেলার ১০ উপজেলা থেকে যুবদলের বিভিন্ন ব্যানারের মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন তারা।