বরিশাল প্রতিনিধি:
বরিশালে গৃহকর্মী নির্যাতনের মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও কেমিষ্ট ল্যাবরেটরিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকিমুল ইসলাম ও তার স্ত্রীকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর কলেজ রোডস্থ আকিমুল ইসলামের বাসা ও অফিস কেমিষ্ট ল্যাবরেটরিজ লিমিটেডে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারি বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক শাহজালাল মল্লিক বলেন, শুক্রবার এয়ারপোর্ট থানা এলাকার কাশিপুরের বাঘিয়া থেকে মীম নামে এক গৃহকর্মীকে উদ্ধার করা হয়। সে পুলিশকে জানিয়েছে আকিমুল ইসলাম ও তার স্ত্রী শিমু তাকে নানা ভাবে নির্যাতন করতো। সে নির্যাতন সইতে না পেরে আকিমুলের বাড়ি থেকে পালিয়ে যায়। এই ঘটনায় শুক্রবার রাতেই নির্যাতিতা গৃহকর্মী মীম নিজেই বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় শিমু ও তার স্বামী আকিমুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। সেই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হয়। কলেজ রোড এলাকায় প্রথমে আকিমুল ইসলামের বাসায় গিয়ে কাউকেই পাওয়া যায়নি, পরে তার অফিসে এসেও পাওয়া যায়নি। মামলার আসামীরা পলাতক রয়েছে। আমরা আকিমুল ইসলামের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যহত থাকবে, আসামী প্রভাবশালী থাকা বা না থাকাটা আমাদের দেখার সুযোগ নেই। আইন সবার জন্য সমান। এছাড়া ভিকটিম মীমকে সু চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে আকিমুল ইসলাম ও শিমু দম্পতির বাসা থেকে পালিয়ে যায় নির্যাতিতা গৃহকর্মী পঞ্চগড়ের বাসিন্দা মীম। পালিয়ে বিএম কলেজের সামনে এসে সে আরিফ হোসেন নামে এক রিকশা চালকের কাছে পুরো বিষয়টি বলে। আরিফ মীমকে নিজ বাসায় এনে স্ত্রীর কাছে থাকতে দেয়। শুক্রবার স্থানীয়রা নির্যাতনের বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে জানালে তারা ঘটনা শুনে মীমকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে। এসময় মীম তাকে বর্বর নির্যাতনের কথা পুলিশকে জানায়।