বাংলাদেশ খাদ্য মন্ত্রনালয় আয়োজিত ”ফোকাস গ্রুপ ডিসকাশন” সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণ এবং সুবিধাভোগী পরিবারের নিরাপত্তায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন, শীর্ষক গবেষনার উপর ”ফোকাস গ্রুপ ডিসকাশন” সেমিনার অনুষ্ঠিত হয়েছে,
গতকাল শনিবার বিকালে বাংলাদেশ খাদ্য মন্ত্রনালয় আয়োজিত বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরিশাল সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা অতি দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুধা মুক্ত এবং দারিদ্র মুক্ত রাখবেন ।
তারই নির্দেশনায় খাদ্য মন্ত্রণালয় “খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যেমে” দেশের অতি জনগোষ্ঠীর ৫০ লক্ষ পরিবারকে কর্মাভাবকালীন অর্থাৎ মার্চ,এপ্রিল,সেপ্টেম্বর এবং অক্টোবর,নভেম্বর বছরের পাঁচ মাস ১০ টাকা কেজি মুল্যে প্রতিমাসে ৩০ কেজি চাল বিতরণ করে আসছে।
আলোচনায় সনাক সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ক্ষুধা মুক্ত,দারিদ্র মুক্ত সোনার বাংলা বিনির্মান। তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী মেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে দেশকে দূর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আলোচনায় উপস্থিত ছিলেন বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজর প্রভাষক মাসুম বিল্লাহ, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জন টিপু বালা, সেভ দা চিলড্রেন’র প্রতিনিধি ডা: মো: সোহেল রানা, চাঁদপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম শরীফ সহ প্রমূখ।