বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

চৈতী হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

চৈতী হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি:
বরিশাল ব্রজমোহন কলেজের গনিত বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাশ্বতী রায় চৈতি হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুর ১২টায় নগরীর ব্রজমোহন কলেজের প্রথম গেটে গনিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শাকিল আহমেদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা চৈতির মৃত্যুর সঠিক তদন্ত, আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, প্রশাসনকে চৈতীর অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। এ সময় শিক্ষার্থীরা অস্বাভাবিক এ মৃত্যুর সর্বোচ্চ শাস্তির দাবি জানান। ভোলার চরফ্যাশন পৌরসভার ৪নম্বর ওয়ার্ড কলেজপাড়া এলাকায় ৫ মার্চ রাতে শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে গৃহবধূ শাশ্বতী রায় চৈতির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে চৈতির বাবা বাদী হয়ে মেয়ের শ্বশুর, শাশুড়ি ও জামাইয়ের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা করেন। মামলায় শ্বশুর সমীর মজুমদার ও স্বামী শাওন মজুমদার গ্রেফতার হলেও শাশুড়ি নিয়তি রানী এখনো পলাতক রয়েছেন। চৈতীকে নির্যাতনের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয় বলে দাবী মানববন্ধনে অংশগ্রহণকারি বক্তার।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech