ডেস্ক রিপোর্ট:
নিত্যপণ্যের যে মজুত আছে, তা দিয়ে অনায়াসে রোজার মাস পার করা যাবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। একইসঙ্গে আতঙ্কিত হয়ে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল না করতে সাধারণ ক্রেতাদের প্রতি অনুরোধ করেছেন তিনি।
টিপু মুনশি বলেন, পণ্যের দাম বাড়বে না সেই নিশ্চয়তা চেয়ে, ভ্যাট কমালে দাম করতে পারে। নির্ধারিত দামে পণ্য বিক্রি নিশ্চত করতে তদারকি চলছে। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভ্যাট মওকুফের পর পণ্যের মূল্যে কতটা প্রভাব পড়বে, তা ঘোষণা করা হবে। কিন্তু, বেশি দাম নিলে ব্যবস্থা নেয়া হবে।
বাজার নিয়ন্ত্রণে সরকার টাস্কফোর্স নামানোর সিদ্ধান্তের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে উৎস পর্যায়ে নজরদারি করবে এই টাস্কফোর্স।