বরিশাল প্রতিনিধি :
১৪ মার্চ, সোমবার জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় বরিশাল জেলার বটতলা, গোড়াচাঁদ দাস রোড সহ বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিএসটিআই এর বৈধ লাইসেন্স না থাকা, উৎপাদনের সময় বা কোনো সিল না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন ২০১৮ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর আওতায় মুসলিম সুইটস এন্ড রেস্তোরা এবং শশী মিষ্টান্ন ভান্ডারকে মোট ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানকালে রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, বরিশাল প্রসিকিউশন প্রদান করেন। এছাড়াও আইন-শৃংখলায় সহায়তা প্রদানের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করেন।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।