গৌরনদী (বরিশাল) সংবাদ দাতা:
বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল মঙ্গলবার বেলা ১১২টায় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন উপজেলা প্রশাসন এর কক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি এবং উপজেলা টাক্সফোর্স কমিটির সদস্যদের সাথে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা নির্বহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, চাঁদশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দীপ, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান প্রমুখ।
এসময় বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী ভুমিহীনদের জন্য আশ্রয়ন-২ প্রকল্প এটি সঠিক ভাবে বাস্তবায়ন ও অগ্রগতি করার লক্ষে বিভিন্ন দিক নিদের্শনা মূলক কথা বলেন।