বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

তামাক নিয়ন্ত্রণ প্রয়োগ নিশ্চিত করন বিষয় নলছিটি পৌরসভা ও টাস্ক ফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

তামাক নিয়ন্ত্রণ প্রয়োগ নিশ্চিত করন বিষয় নলছিটি পৌরসভা ও টাস্ক ফোর্স কমিটির যৌথ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ
গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও নলছিটি মডেল সোসাইটির আয়োজন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা এবং  তামাক নিয়ন্ত্রণ আইন (২০০৫) প্রয়োগ নিশ্চিত  করন বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও টাস্ক ফোর্স কমিটির এক সভা নলছিটি পৌরসভা মিলনায়তনে গতকাল মঙ্গলবার  ( ১৫ মার্চ-২২) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি পৌরসভার মেয়র আঃওয়াহেদ খাঁন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নলছিটি সমাজ উন্নয়ন কমিটির সভাপতি ও পৌরসভার  ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃফিরোজ আলম  । সভার শুরুতেই স্বাগত বক্তব্য ও প্রতিবেদন পাঠ করেন নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা। নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহমুদ আলম জোমাদ্দার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন চৌধুরী,পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী,পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মোঃ আবু সায়েম,পৌর কাউন্সিলর মোঃরেজাউল চৌধুরী ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যনিটারী ইন্সপেক্টর সৈয়দা মাহফুজা বেগম প্রমূখ্। সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০৪০সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং জনস্বাস্থ্য রক্ষায় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সরকার অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করেছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান নলছিটি পৌরসভার মেয়র আঃওয়াহেদ খাঁন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তামাককে জিরোট্রলায়েন্সে আনার জন্য সরকারের পাশাপাশি তার প্রতিষ্ঠানও একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech