বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বাঙ্গালী সকল ক্ষেত্রেই যুদ্ধ করতে জানে, যার প্রমান পদ্মাসেতু – ববি উপাচার্য

বাঙ্গালী সকল ক্ষেত্রেই যুদ্ধ করতে জানে, যার প্রমান পদ্মাসেতু – ববি উপাচার্য

বরিশাল প্রতিনিধি:
বরিশাল বিশ^বিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, বাঙ্গালীর মুল স্পিড, যে বাঙ্গালী যুদ্ধ করে স্বাধীন হয়েছে, সেই বাঙ্গালী সকল ক্ষেত্রেই যুদ্ধ করতে জানে। যার প্রমান পদ্মাসেতু। বিশ^ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক দুর্নীতির ধুয়া তুলে যখন পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছিলো তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল, সাহসিকতা, দুরদর্শী নির্দেশনায়, আজকে পদ্মাসেতু বাস্তবায়নের পথে। গতকাল মঙ্গলবার বরিশাল বিশ^বিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে ‘পদ্মাসেতুঃ দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন ববি উপাচার্য। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদক প্রাপ্ত সাংবাদিক অজয় দাসগুপ্ত। বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরিফা উম্মে শিরিনা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আল সহ বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষার্থী বৃন্দ। সকালে সাংবাদিকতা বিভাগের ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে আনন্দর‌্যালী বের হয়েছে ক্যাম্পাস প্রদক্ষিন করে।
এদিকে বরিশাল বিশ^বিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সকালে বিশ^বিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে “পাঠ্যক্রম উন্নয়ন” ও “পাঠ্যক্রম পর্যালোচনা” বিষয়ের উপর এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বরিশাল বিশ^বিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিনের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তা ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের আইকিউএসির সাবেক পরিচালক ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন’র অধ্যাপক ড. মো. সারওয়ার জাহান। বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান। ২ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালায় বরিশাল বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪২ জন সম্মানিত শিক্ষক প্রশিক্ষন গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech