বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবীতে আন্দোলন, আটক ৭ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবীতে আন্দোলন, আটক ৭ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৭ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে শাহাবাগ থানা পুলিশ।

সোমবার (২১ মার্চ) দুপুরে সন্ত্রাস রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং শুরু হওয়ার খবর জানতে পেলে আন্দোলনরতরা রাজু ভাস্কর্য থেকে সিনেট ভবনের সামনে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে ৭ জনকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বলেন, বহিরাগত কিছু শিক্ষার্থী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আটক সাতজনকে আমাদের হাতে তুলে দেয়। এখনো তারা থানায় রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, মেধার সমতা বিধান, জালিয়াতি রোধ ও আসন শূন্যতা কমাতে এমন পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। এর পরপরই জগন্নাথ, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও দ্বিতীয়বার ভর্তির সুযোগটি বন্ধ ঘোষণা করে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখলে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযোগ পাবেন না- এ ধারণা থেকে ২০১৪ সালের ১৫ অক্টোবর ঢাবি কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। ঢাবির এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেছিলেন। এছাড়া ঢাবি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২৬ জন অভিভাবক আদালতে রিটও করেছিলেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech