বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

রামের হাটে উদয়ন সামাজিক সংগঠনের আয়োজনে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সংগীত অনুষ্ঠান

রামের হাটে উদয়ন সামাজিক সংগঠনের আয়োজনে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সংগীত অনুষ্ঠান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীর পার্শ্ববর্তি অঞ্চল, মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের রামের হাটে স্থানীয় সামাজিক সংগঠন “উদয়ন” এর আয়োজনে রোববার রাতে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন “কলরব” এর সংগীত শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ ইসলামী সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ওই এলাকার সিকদার পাড়া বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গনের জহিরুল হক মডেল টাউন মাঠে রোববার বাদ মাগরিব থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা ওয়াজ মাহফিল ও ইসলামী সংগীত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম আকন।
সিকদার পাড়া বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ওয়াজ মাহফিল ও ইসলামী সংগীত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজানপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বি.এম মিল্টন ইব্রাহিম।
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিহত করেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের আলোচক মুফ্তি আবু হানিফ আন্সারী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন কয়ারিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ নুর মোহাম্মদ খান, চর পালরদী আকন বাড়ি জামে মসজিদের মোহতামিম হযরত মাওলানা আব্দুল খালেক, দক্ষিন রমজান পুর খান বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব হজরত মাওলানা মস্তফা কামাল। ওয়াজ মাহফিল শেষে রাত ১০টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলা মনোজ্ঞ ইসলামী সংগীত অনুষ্ঠানে “কলরব” শিল্পীবৃন্দগন মনোমুগ্ধকর ইসলামী সংগীত ও দেশাত্ববোধক ইসলামী সংগীত পরিবেশন করে মাহফিলে আসা মুসল্লীসহ এলাকার কিশোর-যুবকদের হৃদয় জয় করেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech