নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্সীরতাল্লুক এলাকার শহীদ স্মরনিকা ডিগ্রি কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম প্রধান অতিথি হিসেবে রবিবার বিকেলে নবনির্মিত ভবনের উদ্বোধণ করেন। কলেজ গভনিং বডির সভাপতি ড. আলী আকবর মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। বক্তব্য রাখেন বরিশাল জোনাল সেটেলমেন্টের চার্জ অফিসার মোঃ রুহুল আমিন, ওসি আলী আরশাদ, ইউপি চেয়ারম্যান বেবী রানী হালদার, অধ্যক্ষ সরদার মোঃ জহির উদ্দিন প্রমুখ। শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।