বরিশালে ব্যাটারী চালিত ইজিবাইক ও রিক্সার লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শ্রমিকরা। বরিশাল রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে নগরীর সদর রোড দুই ঘণ্টা সড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর প্রধান সড়ক অবরোধ করে সমাবেশ করায় ভয়াবহ যানজটের সৃস্টি হয় সদর রোড সহ অন্যান্য সড়কে। এদে দুর্ভোগে পড়েন সাধারন মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে।
বরিশাল ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মানিক হাওলাদরের সভাপতিত্বে অবরোধ ও সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রিয় কমিটির আহবায়ক খালেকুজ্জামান লিপন এবং রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক প্রমুখ।