বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের হরতাল

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের হরতাল

শামীম আহমেদ ॥
বরিশাল সহ দেশব্যাপি ভোজ্যতেল, চাল , ডাল , পিঁয়াজসহ খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা সকাল ৬ টা থেকে দুপুর ১২টা অবধি হরতাল বরিশালে পালিত হচ্ছে। আজ সোমবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে জরুরী পরিসেবা ব্যতীত অনান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান অনেকটাই বন্ধ রয়েছে।
এখানে বাম গণতান্ত্রিক জোটের নেতা কর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সদররোড, কাকলীমোড়, হাসপাতাল রোড, লঞ্চ ঘাট হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করেছে। অভ্যন্তরীণ ও দুরপাল্লার বাস চলাচল করছে। তবে নগরীতে মাহিন্দ্রা অটো চলাচল বন্ধ রয়েছে। এনিয়ে বাসদ সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি জনতার নাভিশ^াস উঠেছে। তাই সাধারণ মানুষের সমর্থন রয়েছে তাদের অর্ধ দিবসের হরতালের প্রতি। এজন্য বরিশালে সফল হরতাল হচ্ছে। পরে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মুজমদারের সভপতিত্বে এখানে বক্তব্য রাখেন এ্যাড, একে আজাদ,দেওয়ান আঃ রসিদ নিলু,ডাঃ মনিষা চক্রবর্তী,অধ্যাপক জলিলুর রহমান,হারুন অর রসিদ মাহমুদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech